চাঁদপুরে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভা শনিবার (৩ সেপ্টম্বর) বিকেল ৫টায় লেডি দেহলভি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা মাধ্যমিক ও জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মো.শহিদুল্লাহ প্রধান।
জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সদস্য সচিব মো.বিলাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সচিব মো. মিজানুর রহমান,আহবায়ক কমিটির সদস্য মো.খলিলুর রহমান,আবদুল গনি, মো.আলী আক্কাছ,মো.মজলিস আহমেদ ও মো.ফয়জুল হক।
সভায় খুব সহসাই জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে গুরুত্ব সহকারে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ফলে নেতৃবৃন্দ ঈদত্তোর ১৭ সেপ্টম্বর অপরাহ্নে পরবর্তি সভায় সিদ্ধান্ত গ্রহণ করার জন্য একমত পোষণ করেন।
প্রেস বিজ্ঞপ্তি : আপডেট, বাংলাদেশ সময় ৬:৩০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur