দৈনিক সুদীপ্ত চাঁদপুরের চীফ রিপোর্টার ও চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদ হোসেন অপুর পিতা বশির হোসেন চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (২৮ জুন ) অসুস্থ অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে ডাক্তার প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে কার্ডিওলজি বিভাগে ভর্তি করান।
পরে তার অবস্থা বেগতিক দেখে চিকিৎসক তাঁকে দ্রুত ঢাকা রেফার করেন। তার পরিবারের সদস্যরা ও চাঁদপুরের স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় তাকে অ্যাম্বুলেন্ট যোগে দ্রুত ঢাকা প্রেরণ করা হয়।
বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ২য় তলার সিসিইউতে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিক পিতা বশির হোসেন চৌধুরী দীর্ঘদিন থেকে হৃদরোগ, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপসহ একাধিক রোগে ভুগছেন।
এর আগেও একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। অপু সবার নিকট তার পিতার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur