চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা (৩ সেপ্টেম্বর) রোববার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি বলেন, ‘ ইসলাম শান্তির ধর্ম। এ ধর্ম শান্তির প্রচার করে ; মানুষ হত্যা করে না। মানুষ হত্যা করে ইসলামের নামে যারা ভুল প্রচার চালাচ্ছে তাদের কে সনাক্ত করতে হবে।’
সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে এগিয়ে আসার আহবান জানান তিনি।
কলেজের অধ্যক্ষ শাহনাজ বেগম মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইদুল ইসলাম, কলেজের প্রতিষ্ঠাতা ওমর ফারুক, দৈনিক আলোকিত চাঁদপুুরের সম্পাদক জাকির হোসেন, সাংবাদিক সেলিম রেজা ও কলেজের নির্বাহী কমিটির সদস্য নূরুল হক।
এ সময় কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/02/anik-pic.jpg” ] প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur