Home / চাঁদপুর / তারেকের কারামুক্ত দিবসে চাঁদপুর ছাত্রদলের ‘দায়সারা’ কর্মসূচি
তারেকের কারামুক্ত দিবসে চাঁদপুর ছাত্রদলের ‘দায়সারা’ কর্মসূচি

তারেকের কারামুক্ত দিবসে চাঁদপুর ছাত্রদলের ‘দায়সারা’ কর্মসূচি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারা মুক্তি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদল ‘দায়সারা’ ঘরোয়া কর্মসূচি পালন করেছে।

ছাত্রদলের প্রাণপুরুষ হিসেবে তারেক রহমানকে মনে করলেও, চাঁদপুর জেলা ছাত্রদলের কর্মসূচিতে তেমন কিছু দেখা যায়নি।

এ দিনটিতে চাঁদপুর জেলা বিএনপি প্রেসক্লাবে প্রতিনিধি সম্মেলন করলেও কর্মসূচির ব্যানারে ছিলো না দিবসটি সংক্রান্ত কোনো বিষয়। নেতৃবৃন্দের বক্তব্যে স্থান পায়নি কারামুক্ত দিবস কিংবা তারেক রহমানের জীবন ও কর্ম নিয়ে কোনো আলোচনা।

চাঁদপুর বিএনপির অন্য কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনকে কোনো কর্মসূচি জেলা শহরে পালন করতে দেখা যায়নি।

এদিকে জেলা ছাত্রদল শহরে সংক্ষিপ্ত পরিসরে ঘরোয়া কর্মসূচি পালন করলেও আগের দিন এ সম্পর্কে কেনো দাওয়াতপত্র বা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করতেও দেখা যায়নি। কর্মসূচিতে বিএনপির কোনো সিনিয়র নেতৃবৃন্দও ছিলেন না।

এেিদক জেলা ছাত্রদলের নিজস্ব গুরুত্বপূর্ণ শাখা সদর উপজেলা ছাত্রদল কমিটির আহবায়ক ও সদস্য সচিববে এ কর্মসূচিতে অংশ নেননি। সব মিলিয়ে ঘরোয়া এ কর্মসূচিতে গোল টেবিল পদ্ধতিতে ২০-২৫জন নেতাকর্মী উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ সময় ক’জন নেতাকর্মীকে এ নিয়ে কানাঘুষা করতে দেখা গেছে। এদের ক’জন নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে জানান, ‘এমন একটি দিনে চাঁদপুর জেলা ছাত্রদলের কর্মসূচি দায়সারা মনে হচ্ছে।’

এছাড়া কর্মসূচির শুরু থেকে শেষ পর্যন্ত তারেক রহমানের কারামুক্ত দিবস নিয়ে তেমন কোনো আলোচনা হতে দেখা যায়নি।

জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ বাহার।

সিনিয়স যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল নেতা জুলহাস আহমেদ জুয়েল, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, শেখ সুমন, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জিয়াউর রহামান সোহাগ, সহ-সভাপতি রাজন দাস, সাধারণ সম্পাদক সাকিল আহমেদ, পৌর ছাত্র দলের আহ্বায়ক এইচ এম ইসমাইল পাটওয়ারী।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৯:৩০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply