খাবার ও পানি ছাড়া যে মাছ বাঁচে ৫ বছর ।
প্রাণীজগত বড় বিচিত্র। সাগরের নিচেও রয়েছে এই বৈচিত্র্য। প্রাণীজগত ছাড়া মৎস্যকুলেও রয়েছে আকর্ষণীয় অনেক তথ্য। আফ্রিকাতে এক ধরনের মাছ রয়েছে যে মাছগুলো খাবার এবং পানি ছাড়া তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এক ঘুমেই তাদের কেটে যায় বহু সময়।
এই মাছের প্রজাতীর নাম আফ্রিকান লাংফিস। এই মাছগুলো তখনি জেগে ওঠে যখন তারা পানির স্পর্শ পায়। জীববৈচিত্র্য অনুসারে প্রাণীরা সাধারণত একটি বর্ধিত সময় পর্যন্ত কোন খাদ্য বা পানীয় ছাড়া বেঁচে থাকতে পারে। এ সময় পর্যন্ত তারা প্রাকৃতিক কাজ থেকেও বিরত থাকে। এ সময় তারা প্রজনন প্রক্রিয়াও বন্ধ রাখে।
এই প্রক্রিয়া যদি মানুষের ক্ষেত্রে কার্যকর করা যায় তাহলে সার্জনরা অপারেশনের গুরুত্বপূর্ণ সময়ে রক্ত সঞ্চালন অধিক সময় পর্যন্ত বন্ধ রাখতে সক্ষম হবে এবং মহাকাশে অধিক দূরত্বে ভ্রমণ করাও সহজ হবে।
খাবার ও পানি ছাড়া যে মাছ বাঁচে ৫ বছর
সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের গবেষক প্রফেসর আইপি ইউয়েন অং স্বাদু পানির মধ্যে ছয় মাস ধরে বিভিন্ন জ্বীনগত পরীক্ষা নিরীক্ষা করেন এই প্রজাতীর মাছ নিয়ে। বছরের অন্য সময়গুলোতে মাছগুলোর স্বভাব কেমন থাকে তাও এই গবেষণার অন্তর্ভুক্ত ছিল।
গবেষকরা আরো আবিষ্কার করেছেন এই আফ্রিকান লাংফিসগুলো উচ্চ তাপমাত্রাতেও তাদের স্বাভাবিক কর্মকাণ্ড অব্যহত রাখতে পারে। বিজ্ঞানীরা এই গবেষণা চিকিৎসা ও মহাকাশ বিজ্ঞানে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।(প্রাইম নিউজ বিডি)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১২:০১ পি,এম ০২ সেপ্টেম্বর ২০১৬,বূহস্পতিবার
ইব্রাহীম জুয়েল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur