Home / জাতীয় / ভারতের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ভারতের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ফাইল ছবি

ভারতের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল নিহত ।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই রাখাল।

শুক্রবার ভোর ৫টার দিকে বুড়িরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মহুবার রহমান (৩৮) উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া এলাকার নজু প্রামাণিকের ছেলে।

গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহামুদুল ইসলাম জানান, ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বুড়িরহাট সীমান্তে বাংলাদেশি রাখালদের লক্ষ্য করে গুলি ছোড়ে সাতভান্ডারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এতে তিন রাখাল গুলিবিদ্ধ হয়। আহতদের বাড়িতে নেওয়ার পথে মারা যান মহুবর। অপর দুজনকে চিকিৎসার জন্য একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক লে. কর্নেল বজলুর রহমান হায়াতী জানান, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।(প্রিয়.কম)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১১:৩০ এ,এম ০২ সেপ্টেম্বর ২০১৬,বূহস্পতিবার
ইব্রাহীম জুয়েল

Leave a Reply