একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোননীত প্রার্থী দেশের প্রথিতযশা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
বেসরকারিভাবে নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে সাংবাদিক শফিকুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ১৭৩৩৬৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. হারুন অর রশিদ পেয়েছেন ৩০৭৯৯ভোট।
সর্বমোট ১১৮টি ভোটকেন্দ্রে ২১৫৯৩৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করে। এরমধ্যে ৩১০০ ভোট বাতিল করা হয়। মোট ভোটার সংখ্যা ছিলো ৩০৯৭৭৬।
এদিকে সাংবাদিক শফিকুর রহমানের বিজয়ের খবর পেয়ে সমগ্র উপজেলায় তার নেতা-কর্মীরা আনন্দ উল্লাস মেতে উঠে।
একনজরে প্রাপ্ত ফলাফল

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
৩০ ডিসেম্বর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur