গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় শনিবার (২০ আগস্ট) রাত ১ টার দিকে ‘ট্রপিক্যাল নিটিং’ নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আগুনে কারখানার বিপুল কাপড়, সুতা ও মেশিন পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় কারখানার তিনতলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো মেঝেতে ছড়িয়ে পড়ে। ব্যাপকতা বেড়ে আগুন চার তলায়ও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী ও ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১:৩০ পিএম, ২০ আগস্ট ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur