চাঁদপুর টাইমস ডেস্ক:
অদম্য এক তরুণ নারী সাংবাদিক তাহিয়া রুবাইয়াত অপলা। হাজারো প্রতিকূলতার মাঝে থেমে নেই তার পথ চলা।
সাংবাদিক রেডিও টুডের নির্বাহী ইনচার্জ হিসেবে কাজ করছেন।
তাহিয়া রুবাইয়াত অপলা বগুড়া জন্মস্থান হিসেবে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে ঢাকা আন্তর্জাতিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
তিনি সিংগাপুর থেকে প্রচারিত আমার এফএম রেডিওর উপস্থাপক ও ২০১৬ সালের জুন মাস থেকে সময় টেলিভিশনের সাথে যুক্ত সাংবাদিকতার দায়িত্ব পালন করেছেন।
তার উদ্যম ও সাহসিকতা তরুণ সংবাদকর্মীদের প্ররণার উৎস হিসেবে কাজ করে বলে জানান অনেকে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur