১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর সফল জীবন স্মৃতিচারণ, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরন করে কিভাবে জাতি গঠনে সহায়তা করবে বক্তাগন তা তুলে ধরেন।
শিক্ষার্থীবৃন্দ বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা ও বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের শিক্ষক কে.এম ইকবাল গণি বঙ্গবন্ধুর শাহাদাত বরণের সংক্ষিপ্ত ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন এবং রাজনৈতিক সংকীর্ণতা ভুলে বঙ্গবন্ধুসহ যারা দেশের মঙ্গলের চিন্তা করেছেন তাদের আদর্শ অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সিনিয়র শিক্ষক শারমিন জাহান শম্পা।
আলোচনা শেষে ছোট সোনামনিরা চিত্রাংকণ প্রতিযোগিতায় অংশ নেয় এবং পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসের কার্যক্রম সমাপ্ত করা হয়।
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৪০ পিএম, ১৫ আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur