আশিক বিন রহিম ॥
চাঁদপুর কয়লাঘাটে মেসার্স রয়েল স্টোরে বুধবার (১০ আগস্ট) ভোরে ‘চুরির ঘটনা ঘটেছে’।
চোরের দল ওই দোকানের স্ট্রীলের আলমারি ভেঙ্গে প্রায় ‘লক্ষাধিক’ টাকা নিয়ে গেছে। চুুরির ঘটনায় দোকানের মালিক বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় জিডি করেছেন। পরে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
দোকানের মালিক মো. রেজাউল ইসলাম কাবুল চাঁদপুর টাইমসকে জানান, ‘বুধবার রাত ১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরে ভোররাতে কয়লাঘাটের নৌকার মাঝি দুলাল তাকে তাকে চুরির ঘটনাটি অবহিত করে।’
স্টাফ করেসপন্ডেন্ট: আপডেট, বাংলাদেশ সময় ০১:০০ পিএম, ১১ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur