চাঁদপুরের ডাকাতিয়া ও মেঘনা নদীর মোহনায় মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ১০ টায় ইঞ্জিন চালিত একটি ট্রলারটি ডুবে যায় । এতে ৪০-৫০ জন যাত্রী ছিল।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, ট্রলারটি পুরাণবাজার ঘাট থেকে যাত্রী নিয়ে মেঘনা নদীর পশ্চিম তীরে চেয়ারম্যান বাজারের দিকে যাচ্ছিলো। ত্রিনদীর মোহনায় প্রচণ্ড ঘূর্ণনে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়।
তাৎক্ষণিক স্থানীয় ক’টি খেয়া নৌকা ট্রলারটির সকল যাত্রী ও ট্রলারটিও উদ্ধার করে। কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা উদ্ধার তৎপরতায় এগিয়ে গিয়েছিলেন বলে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে বেলা ৪টা পর্যন্ত কোনো হতাহত হয় নি বলে এ ব্যাপারে নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ-বন্দর কর্র্তৃপক্ষ।
চাঁদপুর বন্দর ও নৌ পরিবহন কর্মকর্তা মুঠোফোনে চাঁদপুর টাইমসকে জানান, ‘সকাল ১০ টায় ট্রলারটি ডুবলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যাত্রীরা সকলে পাড়ে উঠে যেতে পেরেছেন , ট্রলারটিও উদ্ধার হয়েছে।’
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Goni.jpg” ]প্রতিবেদক- আবদুল গনি[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur