চাঁদপুরের হাইমচরে স্বেচ্ছাসেবামূলক সংগঠন আলগী বাজার যুব উন্নয়ন সংঘের উদ্যোগে আলগী বাজারকে জলবদ্ধতা নিরসনে প্রশাসনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় আলগী বাজার যুব উন্নয়ন সংঘ বিভিন্ন শ্লোগানের মাধ্যমে র্যালী নিয়ে আলগী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে আলোচনাসভায় মিলিত হয়।
সভায় আলগী বাজার যুব উন্নয়ন সংঘের সভাপতি এসএম সাজ্জাদ হোসেন রনির সভাপতিত্বে ও মো. সাদ্দাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূর হোসেন পাটওয়ারী।
তিনি নেতৃবৃন্দকে আশ্বাস দিয়ে বলেন, আগামী ক’দিনের মধ্যে যে কোনো বরাদ্ধ থেকে আলগী বাজারে ড্রেনেজ ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, এরকম জনসচেতনমূলক কাজের জন্যে আমার সার্বিক সহযোগিতা থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আলগী যুব উন্নয়ন সংঘের মোঃ আক্তার হোসেন, মহিলা সম্পাদিকা জাহানারা, রুবেল রাঢি, শামিম, আলমগীর হোসেন, আকাশ ভূঁইয়া, সোহেল কাজী, জাহিদ, তকি কাজী, ওমর খৈয়াম।
আলোচনা শেষে প্রধান অতিথি বিশেষ অতিথি ও আলগী বাজার যুব উন্নয়ন সংঘের নেতৃবৃন্দ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৬:২৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার
এমআরআর