বাংলাদেশে তাকে ‘পাখি’ নামেই চেনেন সবাই। ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসার সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ দিয়ে তার ‘পাখি’ পরিচিতি।
তার পরা পোশাকের জন্য এদেশের অনেক তরুণী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অনেক তরুণও তার অভিনিত সিরিয়াল দেখতে না পেরে আত্মহত্যা করেেেছন। অনেক গৃহবধূ পাখি ড্রেস কিনতে না পেরে রাগে-ক্ষোভে স্বামীকে ছেড়ে চলে গেছেন।
এ নিয়ে গণমাধ্যমজুড়ে ব্যাপক প্রতিবেদন ফলাও করে প্রচার হয়েছে। সব মিলিয়ে এ অভিনেত্রী, তার পোষাক ও নাটক নানাভাবে আলোচিত-সমালোচিত।
আসল নাম মধুমিতা চক্রবর্তী। মধুমিতা এবার অভিনয় করলেন এ দেশের জনপ্রিয় টিভি তারকা মোশাররফ করিমের সাথে।
এ মাসের শুরুতে ভারতের মানালিতে মেঘবালিকা টেলিছবির শুটিং করেছেন দু’দেশের এ দু’তারকা।
এটি নির্মাণ করছেন পরিচালক পারভেজ আমিন। রচনা করেছেন মহিউদ্দীন আহমেদ।
শুটিং শেষে শনিবার (৬ আগস্ট) কলকাতা থেকে মুঠোফোনে কথা বলেন মধুমিতা।
তিনি বলেন, ‘আমি মোশাররফ করিমের দারুণ ভক্ত। তাঁর অভিনীত বেশির ভাগ নাটক ও সিনেমা আমি দেখেছি। বিশেষ করে তাঁর অভিনীত টেলিভিশন সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছি।’
শুটিংয়ের অভিজ্ঞতাও বললেন মধুমিতা, ‘খুবই ভালো লেগেছে। মোশাররফ করিমের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি তাঁর সঙ্গে আরও কাজ করতে চাই।’
এর আগে মধুমিতা এ দেশের বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন। তবে টেলিছবি এটাই প্রথম।
ফেসবুক স্ট্যাটাসে পরিচালক পারভেজ আমিন টেলিছবিটির গল্প প্রসঙ্গে বলেন, ‘বাড়ি থেকে পালিয়ে এসে প্রেমিককে না পেয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় মেয়েটি। বিপদগ্রস্ত মেয়েটিকে সাহায্য করতে গিয়েই হিরো বনে যায় মোশাররফ করিম। এই নিয়ে এগিয়ে চলে টেলিছবির গল্প।’
এতে আরও অভিনয় করছেন রাশেদ শাওন ও রাশা।
ঈদুল আজহার অনুষ্ঠানমালায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে টেলিছবি মেঘবালিকা।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০১:০০ এএম, ৮ আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur