চাঁদপুরে তৃণমুল থেকে (অনুর্ধ-১৬) প্রতিভাবান কাবাডি খেলোয়াড় বাছাই কার্যক্রম বুধবার (৩ আগস্ট) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে উদ্বোধন করা হয়।
জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এই বাছাই কার্যক্রমটি শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা বাবু, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কাবাডি কোচ মো. জাহিদ হোসেন, স্থানীয় কাবাডি কোচ মাসুদুর রহমান মাসুদ ও মো. নাজির আহমেদ।
৪ দিনব্যাপি এ বাছাই কার্যক্রমের প্রথম দিনে সদর উপজেলার বিভিন্ন স্কুলের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
খেলোয়াড় বাছাই কার্যক্রমে অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো : আল আমিন মডেল স্কুল এন্ড কলেজ, ডিএনএ হাই স্কুল, গনি আদর্শ উচ্চ বিদ্যালয়, টেকনিক্যাল সরকারি স্কুল এন্ড কলেজ ও হামানকদ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়। এদিন প্রায় ৫০ জন খেলোয়াড় বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করেন।