চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল-১২ এর বিষ্ণুদী মাদ্রাসা রোডের মহল্লা কমিটি শুক্রবার (২৯ জুলাই) বিকেলে মাদ্রাসায় এক সভার মাধ্যমে গঠন করা হয়।
সভাপতি গিয়াস উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে, সাধারন সম্পাদক মিজান লিটনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর কমিউনিটি পুলিশিং এর সন্ময়কারী মডেল থানার সেকেন্ড অফিসার মনির আহমেদ।
বিশেষ আতিথির বক্তব্য রাখেন, অঞ্চল- ১২ এর সাধারণ সম্পাদক ডা. ছফিউল্লাহ, সহ-সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন মিলন, অধক্ষ্য মোশারফ হোসেন লিটন।
আরো বক্তব্য রাখেন, প্রফেসর মামুনুর রশিদ, গোলাম মোরতোজা অপেল, বিষ্ণুদী মাদ্রার অধ্যক্ষ মাও. জসিম উদ্দিন, মফিজ মজুমদার, আ. ছাত্তার মিয়া, ডা. আ. রহমান, কামাল মুন্সি, সামছুল আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিষ্ণুদী মাদ্রাসা রোডের পুর্ণাঙ্গ মহল্লা কমিঠি গঠন করা হয়।
এতে গিয়াস উদ্দিন ভূঁইয়াকে সভাপতি ও মিজান লিটনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে মফিজ মজুমদার, ডা. আ. রহমান, কামাল মুন্সি, অর্থ সম্পাদক শরিফ সরকার, প্রচার শামছুল আলম, সদস্য, আবুল পাটোয়ারী, ইঞ্জি. আ. ছাত্তার মিয়া, সাহ আলম মিয়া, সোহেবুর রহমান, গোলাম মোরতোজা আপেল, আলমগীর ভ’ইয়া, সেলিম পাটোয়ারী, কবির ভ’ইয়া, খালেক, মিলন, লিটন খান,।
সভা শেষে এ কমিটির কার্যক্রম বেগবান করতে সকল সদস্যদেরকে নির্দেশ দেওয়া হয়।
<em> : আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০ পিএম, ২৯ জুলাই ২০১৬, শুক্রবার</em>
<em>ডিএইচ</em>
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur