চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একজন মা চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালে শুক্রবার (২২ জুলাই) বিকেলে সাড়ে ৪ টায় একত্রে ৩ শিশু সন্তানের জন্ম দিয়েছেন।
আলোচিত এ মা’ উপজেলার আদশা গ্রামের পাঁচকড়ি মিজি বাড়ির প্রবাসী মোরশেদ মিয়ার স্ত্রী রওশানারা বেগম (৩৫)।
বর্তমানে ৩ নবাজাতক ও রওশানারা বেগম আশংকামুক্ত চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে আছেন।
চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর টাইমসকে জানায়, সিজারের মাধ্যমে ৩টি বাচ্চা জন্ম নিতে আধাঘণ্টা সময় লেগেছে। দুটি বাচ্চা ১ কেজি ৮শ’ গ্রাম করে, অপরটি ১ কেজি ৩ শ’ গ্রাম ওজনের হয়েছে। যে বাচ্চাটির ওজন কম, তাকে আলাদা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে মা সহ ৩টি বাচ্চাই সুস্থ আছেন।
অস্ত্রপাচারের সময় চিকিৎসক ছিলেন ডা. ফাতেমা খাতুন, সাথে ছিলেন সার্জেন্ট ডা. আসাদুজ্জামান বাপ্পি ও ডা. ইলিয়াস।
প্রবাসী মোরশেদ মিয়ার পরিবার সূত্রে জানা যায়, তাদের আরো দুটি কন্যা সন্তান রয়েছে, একজনের বয়স ১৩, অপরজনের ৯ বছর। নবজাতকদের পেয়ে মা ও তাদের পরিবারের সবাই খুশি।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/04/Kobir-Mizi.jpg ” ] প্রতিবেদক- কবির হোসেন মিজি [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur