চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের নব নির্বাচিত পরিষদের কার্যকাল শুরু উপলক্ষ্যে শুক্রবার (২২ জুলাই) বাদ আছর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পৌর মেয়র ও জেলা আওয়ামিলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগাদী দরবারের পীর আলহাজ্ব মাওলানা একেএম নেয়ামত উল্যাহ খান (আবু হুজুর),গাছতালা দরবারের পীর আলহাজ্ব মাওলানা খাজা মু. ওয়ালি উল্যাহ।
অনুষ্ঠানের শুরুতে নব নির্বাচিত চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজি বিল্লালের সভাপতিত্ব ও ইব্রাহীম খলিল লিটনে পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জমিনের সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মো. রোকনুজ্জামান, বাগাদী দরবারের পীরজাদা মাওলানা মাহফুজ উল্যাহ খান ইউসুফী, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সেক্রেটারী মাওলানা জাকির হোসেন হিরু, মাওলানা মু.আবদুল কাদের, আব্দুল বারেক গাজী, জাহাঙ্গীর আলম খান,
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেন, ‘জনপ্রতিনিধি নির্বাচিত হয় মানুষের সেবা করার জন্য। তাদের কাছে মানুষের অনেক আশা আকাঙ্খা থাকে। কোন মানুষ যেন সেবার জন্য এসে কষ্ট নিয়ে ফিরে না যান। সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সকলের সহযোগিতা থাকলে এই ইউনিয়নের উন্নয়ন ও সকল কার্যক্রম সুন্দর ভাবে পরিচালিত হবে।’
উপস্থিত ছিলেন পীরজাদা আলহাজ্ব মো. সাইফুল্লাহ খান নোমান, বাগাদী আহমায়িদা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু আব্দুল্লাহ মো. খান, নানুপুর দরবার শরীফের পীর আলহাজ্ব মো. বিন ওয়াজি উল্যাহ, সাবেক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সেকান্দর আলী মিয়াজী, চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, গাছতলা দরবার শরীফের পীরজাদা খাজা মো. ফরিদ আহমেদ, পীরজাদা আশিকুল আরেফিন খান, মোশারফ হোসেন গাজী, আলমগীর হোসেন শেখ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাচিত প্রচার সম্পাদক আবু বকর মানিক,।
নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. বেলায়েত হোসেন গাজী বিল্লালকে সম্মাননা স্মারক তুলে দেন বাগাদী যুব সমাজকল্যান পরিষদের নেতৃবৃন্দ।
শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন বাগাদী দরবারস্থ জামিয়া মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ আলহজ্ব মাওলানা মু. শাহজাহান সিরাজী।
মিলাদ পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওলানা মো. মাহফুজ উল্যাহ খান ইউসুফী ও গাছতলা দরবার শরীফের পীরজাদা খাজা মো. জুবায়ের।
দোয়া পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা একেএম নেয়ামত উল্যাহ খান (আবু হুজুর)।