বলিউডে আসার পর থেকে সানি লিওনের বড় স্বপ্ন ছিল খানেদের সঙ্গে কাজ করার। অনেক সিনেমায় কাজ করলেও সানির কাছে কিছুতেই শাহরুখ, আমির কিংবা সালমান খানদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ আসছিল না।
কিন্তু হঠাৎ করেই তাকে নিয়ে চলা বিতর্কের মধ্যেই সুযোগ এসে পড়ে। শাহরুখের সিনেমা ‘রইস’র এক আইটেম গানে কোমর দোলানোর সুযোগ পান সানি। আর এতেই আপ্লুত হয়ে যান ইন্দো-কানাডিয়ান এই প্রাক্তন পর্নস্টার।
শাহরুখের সঙ্গে গানের দৃশ্যে শুটিংও সেরে ফেলেন সানি। গানের নাম ‘লায়লা ও লায়লা’। কিন্তু সানি লিওনের স্বপ্নের সেই কাজে একেবারে চোনা ঢেলে দিতে চলেছে পাকিস্তান।
পাকিস্তানে ‘রইস’ মুক্তি পাচ্ছে। তবে সেখানে সানির সেই আইটেম গানটি সম্ভবত দেখানো হবে না। কারণ ছবির প্রযোজকরা পাক কর্তৃপক্ষের কাছে এমনই বার্তা পেয়েছেন।
তাদের দাবি, সানি লিওনের আইটেম গানটি পাকিস্তান সংস্কৃতির সঙ্গে বেমানান ও দেশের শালীনতা বিরোধী।
কি আর করা? ছবি রিলিজ আটকে যেতে পারে বলে আশঙ্কা থাকায় পাকিস্তানে সানির আইটেম গানটি ছাড়াই রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে রেড চিলিজ এন্টারটেনমেন্ট।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ২:০০ পিএম, ১৮ জুলাই ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur