চাঁদপুরে বিভিন্ন স্কুলের ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের আয়োজনে ইফতার ও কেককাটা মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন প্রকৌশলী গোলাম মোর্শেদ । স্বাগত বক্তব্য রাখেন পারভেজ খান ।
ইফতার ও কেক কাটা অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববধানে ছিলেন তানভীর হায়দার চৌধুরী নিলয়, পাভেল আখন্দ, মাসুদ মাঝি, শামছুল আরেফীন, রবিন, নয়ন,পয়েল, জনি,উওম দাস, সুমন সরকার,শাকিল, কাঞ্চন,স্বপন,নিতাই, রফিকুল ইসলাম রফিক, আজমীর, মুশফিক, মাইনুল, রনি চৌধুরী, মুশফিক সহ অনন্যরা ।
ইফতার শেষে কেককাটা অনুষ্ঠানে অংশ নেন শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৯৯৮ সালের শিক্ষার্থীরা ।
প্রতিবেদক- আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur