গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইটালি ও ভারতের নাগরিক নিহত হওয়ার ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে দেশগুলোর সরকারপ্রধানকে চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশে অবস্থিত এসব দেশের দূতাবাস ও হাইকমিশনে আলাদা আলাদা চিঠি পৌঁছে দেয়া হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ কথা নিশ্চিত করেন।
গত শুক্রবার রাতে গুলশানে জঙ্গি হামলার ঘটনায় মোট ২৮ জন নিহত হন। তাদের মধ্যে ১৭ বিদেশি, তিন বাংলাদেশি নাগরিক, দুই পুলিশ কর্মকর্তা ও ছয়জন জঙ্গি রয়েছে।
নিহত বিদেশি নাগরিকদের দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে সমবেদনা জানিয়ে দেয়া চিঠিতে খালেদা জিয়া ঐক্যবদ্ধভাবে বৈশ্বিক সন্ত্রাস মোকাবেলা করার কথা উল্লেখ করেছেন বলে জানা গেছে।(জাগো নিউজ)
নিউজ ডেস্ক ।। আপডেট ০৯:৪৪ পিএম,০৫ জুলাই ২০১৬,মঙ্গলবার
এইউ