চাঁদপুরে মানবতার আরেক নাম জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। তিনি বিভিন্ন সময় চাঁদপুর শহরের পাড়া-মহল্লায় ঘুরে ভিক্ষুক, অসহায় ও দুঃস্থদের খুঁজে বের করে আর্থিক সহযোগিতা ও খাবারের ব্যবস্থা করে দেন। এতে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান মাত্র ৮ মাসেই সাধারণ জনতা ও ভালো মানুষগুলোর মন জয় করে নিয়েছেন।
যেখানেই সাধারণ মানুষের ভোগান্তি দেখেছেন, সেখানেই জেলা প্রশাসক তা লাঘবের চেষ্টা করেছেন। পাশে দাঁড়িয়েছেন দুঃস্থ, অসহায় ও সাধারণ মানুষের। জেলার যে কোনো সমস্যায় তিনি ঘটনাস্থলে নিজে ছুটে গেছেন এবং তা সমাধানের উদ্যোগ নিয়েছেন। তাই চাঁদপুরের সাধারণ মানুষ জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানকে ‘নিজেদের একজন’ মনে করতে দেরি করেনি।
অসহায় মানুষের সেবা করার পাশাপাশি তিনি দুঃস্থদের জন্য আরো সেবামূলক কাজ শুরু করেছেন। চাঁদপুরে বেশ কয়েকটি হোটেলে প্রতিদিন এক বেলা বিনামূল্যে খেতে পারবেন দুঃস্থ মানুষেরা। তাদের জন্য এ ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। শহরের বড় স্টেশন ও কালী বাড়ির এলাকার ৩টি হোটেলে এ ব্যবস্থা করে দেন জেলা প্রশাসক। গত শনিবার ওই হোটেলগুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ডিজিটাল ব্যানার সাঁটানো হয়েছে।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান চাঁদপুরে যোগদানের পর থেকে ৭ মাসে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে খুঁজে-খুঁজে ৫ হাজারের বেশি অসহায় ও দুঃস্থ ব্যাক্তিকে আর্থিক সহযোগিতা করেছেন। নতুন করে তিনি বিনা পয়সায় খাবারের ব্যবস্থাও করলেন।
এ বিষয়ে বড় স্টেশন এলাকার নির্ধারিত ক্যাফে ফোর স্টার হোটেলের মালিক মো. নুরুজ্জামান কালু বলেন, ‘জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান দুঃস্থ ও অসহায় মানুষদের বিনামূল্যে খাবারের যে আয়োজন করেছেন- তা অত্যন্ত প্রশংসনীয়। এটি একটি ভালো উদ্যোগ, তা বলার অপেক্ষা রাখে না। তবে তার সাথে লক্ষ্য রাখতে হবে এ বিষয়ে কেউ যাতে কোন হয়রানি ও প্রভাব বিস্তার করতে না পারে। জেলা প্রশাসক আমাদের যে নির্দেশনা দিয়েছেন আমরা সে অনুযায়ী দুঃস্থ ও অসহায় মানুষদের বিনা টাকায় খাওয়ানোর ব্যবস্থা করেছি।’
চাঁদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান বলেন, ‘চাঁদপুর শহরের তিন নদী মোহনা সংলগ্ন বড় স্টেশন মোলহেড ও কালী বাড়ি এলাকার ৩টি হোটেলে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান প্রথমে ১০জন করে এবং বর্তমানে যতজন আসেন ততোজন অসহায় ও দুঃস্থ ব্যক্তিকে বিনা পয়সায় এক বেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন।’
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, ‘চাঁদপুর শহরের দুঃস্থ ও অসহায় মানুষদের বিনা টাকায় খাবারের জন্য ৩টি হোটেল নির্ধারণ করা হয়েছে। সে হোটেলগুলোতে শুধুমাত্র দুঃস্থ ও অসহায় মানুষ খাবার খেতে পারবে। খাবারের জন্য কাউকে কোন টাকা দিতে হবে না। এটি শুধু চাঁদপুর শহরেই নয়, পর্যায়ক্রমে পুরো জেলায় ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে ৩টি হোটেলে শুরু হয়েছে। প্রয়োজন হলে পর্যায়ক্রমে আরো হোটেলের খাবারের ব্যবস্থা করা হবে। আমরা চাই বর্তমান সরকরের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাউকে অভুক্ত থাকতে দেয়া হবে না।’
করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur