বুধবার (২৯ জুন) বিকাল ৪ টায় হাজীগঞ্জ পৌরসভার ২০১৬-১৭অর্থ বছরের বাজেট পেশ করা হবে। পৌরসভার নব-নির্বাচিত মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন তার মেয়াদের প্রথম বাজেট হিসেবে পেশ করবেন।
বিশ^স্ত সূত্রে জানা যায়, এবারের বাজেটের আকার হতে পারে প্রায় ৪০ কোটি টাকা। বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ, প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশ, বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক, সুধী সমাবেশ উপস্থিত থাকবেন।
হাজীগঞ্জ পৌরসভার হলরুমে ঘরোয়া পরিবেশে উক্ত বাজেট ঘোষনা করবেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন।
তিনি চাঁদপুর টাইমসকে বলেন, ‘পৌর নাগরিকদের ভোটে মেয়র নির্বাচিত হয়েছি। তাদের সেবা করার জন্য যা যা করার দরকার, তাই করবো। পৌর নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে এবং সূদূর প্রসারী পরিকল্পনা মোতাবেক কাজ করে যাবো এবং সেই মোতাবেক বাজেট ঘোষনা করা হবে।’
তিনি আরো বলেন, ‘শব্দ দূষণ এবং রমজানের প্রতি লক্ষ্য রেখে বাজেট ঘোষণায় মাইকের ব্যবহার বন্ধ রেখেছি। পৌরসভার হলরুমে ঘরোয়া পরিবেশে বাজেট ঘোষণা করা হবে।’
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, স্টাফ করেসপন্ডেন্ট, হাজীগঞ্জ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur