Home / চাঁদপুর / চাঁদপুরে ভিটামিন-এ প্লাস ক্যাস্পেইন শো
চাঁদপুরে ভিটামিন-এ প্লাস ক্যাস্পেইন শো

চাঁদপুরে ভিটামিন-এ প্লাস ক্যাস্পেইন শো

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাস্পেইন-২০১৬ এর ১ম রাউন্ড উপলক্ষে চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রচার ও সিনেমা শো কাজের উদ্বোধন মঙ্গলবার (২৮ জুন) সিভিল সার্জন কার্যালয়ের সামনে দুপুরে অনুুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি উদ্ভোধন করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক।
এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধে ১৬ জুলাই নির্ধারিত টিকা কেন্দ্রে আপনার শিশুকে নিয়ে যান এবং টিকা খাওয়ান। দেশ থেকে অন্ধত্ব দূর করুণ।
জেলা তথ্য অফিসের ঘোষক প্রচার করেন মোহাম্মদ নজরুল ইসলাম।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আশরাফ আহমেদ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন জুনিয়র স্বস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ইউছুফ, ই জি আই সুপারেন্টটেন আলগীর হোসেন প্রমুখ।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাস্পেইন-২০১৬ (১ম রাউন্ড) উপলক্ষ্যে চাঁদপুর জেলা তথ্য অফিস কর্তৃক প্রচার ও সিনেমা শো কাজের সম্ভাব্যর প্রচার চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা দেবীপুর, বাকিলা, শ্রীপুর, রাজাপুর, সহিলপুরু, নওহাট, রাজার গাঁও, রামপুর, অলিপুর, বলাখাল, হাজীগঞ্জ বাজার, আলীগঞ্জ, বেল চোঁ, সেন্দ্রা, বড়কুল, মোহাম্মদপুর, জগণাথপুর, রাজাপুর বাজার, রামপুর বাজার ২৯ জুন ও ফরিদগঞ্জ উপজেলার রামপুর, ফিরুজপুর, কালীবাজার, চান্দ্রা, বিক্রমপুর, গৃদাকালিন্দিয়া, বর্ডার বাজার, ধানুয়া, ফরিদগঞ্জ, রুপসা, খাজুরিয়া, গল্লাক, গাজীপুর বাজার, ভাটিয়াল পুর, রুপসা বাজার, মতলব (দঃ) মুন্সির হাট, বরদিয়া, শ্রীবর্দি, বাবুরপাড়া, চর মুকুন্দি টাকির গাঁ, ডিঙ্গাভাঙ্গা, মতলব নোয়গাঁও, কাশিমপুর, নারায়নপুর, কাচিমপুর, কাছিয়ারা, আধারা, নায়েরগাঁও, ঘোড়াধারী, দীঘলদি, ঘিলাতলী, খিদিরপুর, পটিয়া, বাইশপুর, পিংড়া সহ বিভিন্ন ইউনিয়ন, পিংড়া বাজার বহরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মতলব (উঃ) উপজেলার ১১ জুলাই ফেরীঘাট, সাহেববাজার, সুজাতপুর, ফতেপুর, ইসলাপুর, ফরাজিকান্দি, দূর্গপুর, লধুয়া, গজরা, চুরমাছুয়া, নবুরকান্দি, জহিরাবাদ, এখলাছপুর, বাগানবাড়, ছেগারচর,দ চরমাসুয়া বাজার, গজার, গজরা বাজার ১২ জুলাই উয়ারুক, দোয়াভাঙ্গা, কালিয়াপাড়া, হোসেনপুর, কাকৈরতলা, টামটা, উনকিলা, শাহরাস্তি পৌরএলাকা, সূচীপাড়া, বিজয়পুর, বেরানাইয়া, খেডিহর, চিতোষী, খিলা, টামটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর বাজারে করা হবে।

১৩ জুলাই আম্মুজান, আশ্রারাফপুর, জগতপুর, মানসিগাছা, চাঙ্গীনী, পালাখাল, নুরপুর, শ্রীরামপুর, উপজেলা সদর, আকানিয়া, পালগিরি ,খজুরিয়া, রহিমানগর, কাদলা, সাচার, বাইছারা আলিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কচুয়া বাজার।
১৪ জুলাই নিলকমল ফকিরা বাজার, চরভাঙ্গা, হাওলাদার বাজার, চার ভৈরবী, গন্ডামার, হাইমচার বাজার, বাংলাবাজার, ফেরীঘাট, গাজীপুর, নয়ানী, আলগী, বিগুরিযা, আলগীবাজার

১৫ জুলাই চাঁদপুর সদর উপজেলার মহামায়া, মৈশাদী, চাঁন খাঁর পোল, বাবুর হাট, দাসাদী, ওয়ারলেছ বাজার, ফরক্কবাদ, জনতাবাজার, বিষ্ণুপুর বাজার, লক্ষীপুর, পুরনবাজার পৌর এলাকা সহ বিভিন্ন ইউনিয়ন সহ জেলার ৮টি উপজেলায় নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

প্রতিবেদক- আনোয়ারুল হক

Leave a Reply