চাঁদপুরের কচুয়ায় জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের উদ্যোগে প্রতিবাদ সভা ও ইফতার মাহফিলের আয়োজন মঙ্গলবার (২৮ জুন) বাদ আছর কচুয়ায় ডা. আব্দুল হাই ফাউন্ডেশন মিলনায়তনে কচুয়া উপজেলা যুব জোটের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ যুব জোট কচুয়া উপজেলা শাখার সভাপতি ডা. মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শাখা সাংগঠনিক সম্পাদক ও যুব জোটের সভাপতি মো. সোহেল আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মিঠুন বিশ্বাস।
প্রতিবাদ সভায় সম্প্রতি জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
পরে উপস্থিত নেতা কর্মীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, স্টাফ করেসপন্ডেন্ট (কচুয়া)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur