চাঁদপুর শহরতলীর পৌর ১৪নং ওয়ার্ডের বাবুরহাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২০ হাজার টাকা আদায় করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় নিবার্হী ম্যাজিস্ট্রেট মহসিন উজ্জ্বল এ অভিযান পরিচালনা করেন।
বিএসটিআই লাইসেন্স ও স্যানেটারি ইন্সপেক্টর লাইসেন্স না থাকায় ও অপরিষ্কার নোংরা পরিবেশের দায়ে বাবুরহাট হাজী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা, একই কারণ দেখিয়ে বাবুরহাট মধ্য বাজারে হোটেল মাতৃ ভান্ডারে জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত চলাকালীন সময়ে বাবুরহাট বাজারে বেশ কিছু দোকান বন্ধ থাকতে দেখা যায়।
এবিষয়ে ক্রেতা সাধারণের কাছ থেকে জানা যায়, বাবুরহাটের হোটেল গুলিতে নোংরা পরিবেশ ও বাসি খাবার পরিবেশন করে। রমজানে ইফতার সামগ্রীতে স্বাস্থ্য ক্ষতিকর রং ও পুরোনো ও নকল ভোজ্যতেল ব্যবহার করে আসছে।
উপস্থিত ক্রেতা সাধারণদের অনেকেই ভ্রাম্যমান আদালতের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।
]প্রতিবেদক- শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur