Home / জাতীয় / ২০১৬ সালের সমাপনী পরীক্ষা বাতিলের দাবি
২০১৬ সালের সমাপনী পরীক্ষা বাতিলের দাবি

২০১৬ সালের সমাপনী পরীক্ষা বাতিলের দাবি

২০১৬ সালের মধ্যে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে অভিভাবকরা। আজ শনিবার সকাল ৯টায় ভিকারুননিসা নূন স্কুলের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, শিশুর মানসিক বিকাশে এবং হয়রানি থেকে বাঁচতে পিএসসি পরীক্ষা বাতিল করতে হবে। কোমলমতি শিক্ষার্থীরা কিছু বোঝার আগেই তাদের পরীক্ষার বোঝা চাপিয়ে দেওয়া হয়।

এ পরীক্ষা শারীরিক ও মানসিক চাপ ছাড়া আর কিছুই নয়। তারা আরও বলেন, যেহেতু সরকার ইতিমধ্যে পিএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু এ সিদ্ধান্ত এ বছর থেকেই চালু করা হোক।

আন্দোলনে নেতৃত্বদানকারী দিলারা আক্তার বলেন, আমরা ইতিমধ্যে আমাদের দাবিগুলো সরকারের সংশ্লিষ্টদের জানিয়েছি। একমাসের মধ্যে এ বিষয়ে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে।

অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল রবিবার সকাল সাড়ে ৭টায় অভিভাবকরা আবারও সমবেত হবেন বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৪:০০ পিএম, ৩ জুন ২০১৬, শুক্রবার
ডিএইচ