Home / আন্তর্জাতিক / বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী আর নেই
বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী আর নেই

বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী আর নেই

বিশ্ববিখ্যাত বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী আর নেই। মাত্র ৭৪ বছর বয়সে চলে গেলেন সাবেক এই ওয়ার্ল্ড হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন।

শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত এই খেলোয়াড়। খবরটি নিশ্চিত করেছেন তার পারিবারিক এক মুখপাত্র। মোহাম্মদ আলী যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অনেক আগে থেকেই শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছিলেন মোহাম্মদ আলী। এর মাঝেই পারকিনসন’স ডিজিজে আক্রান্ত হওয়ায় তার অবস্থা আরও গুরুতর হয়ে ওঠে।

১৯৪২ সালের ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে জন্মগ্রহণ করেন। বাবা ক্যাসিয়াস মারসেলাস ক্লে’র নামানুসারে প্রথম তার নাম ছিল ক্যাসিয়াস মারসেলাস ক্লে জুনিয়র।

১৯৬০ সালে রোম অলিম্পিকসে লাইট-হেভিওয়েট শ্রেণীতে স্বর্ণপদক জয়ের মাধ্যমে প্রথম খ্যাতির শিখরে উঠতে সক্ষম হন আলী।

১৯৬৪ সালে সানি লিস্টনকে হারানোর মধ্য দিয়ে তিনিই প্রথম আন্তর্জাতিক খেতাব জয়কারী হিসেবে পরিচিতি পান, যিনি তিনটি ভিন্ন প্রতিযোগিতায় আন্তর্জাতিক হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছেন।

‘দ্য গ্রেটেস্ট’ উপাধি পাওয়া মোহাম্মদ আলী ১৯৮১ সালে অবসর নেন। ততদিনে অংশ নেয়া ৬১ টি লড়াইয়ের ৫৬ টিই জিতেছেন তিনি।