Home / কৃষি ও গবাদি / মতলব উত্তরে আচরন বিধি লঙ্গনের দায়ে জরিমানা
Jorimana
প্রতীকী ছবি

মতলব উত্তরে আচরন বিধি লঙ্গনের দায়ে জরিমানা

মতলব উত্তর উপজেলার ১০নং পূর্ব পতেপুর ইউনিয়নে ভ্রম্যমান আদালতে নির্বাচনী আচরন বিধি লঙ্গনে ৩ জনের জরিমানা ও মুচলেকা দেয়া হয়েছে। শনিবার (২৮ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছির উদ্দিন সারোয়ার এ রায় দেন।

নির্বাচন কেন্দ্রে গিয়ে দেখা যায়, উপজেলার ১০নং পূর্ব পতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড। লুধুয়া গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে বাদশা পাটওয়ারী (৩৪), আনোয়ার হোসেনের ছেলে ইলিয়াছ প্রধান (৩৪) ও দেলোয়ার হোসেনের স্ত্রী পারভিন বেগম(৩৫) ওই ওয়র্ডের কেন্দ্র দখলকরার চেষ্টা করে।
এসময় পুলিশ তাদের বাধা প্রদান করলে তারা পুলিশের সাথে বাকবিত-া হয়। পরে র‌্যাবের একটি টিম সেখানে গিয়ে তাদের কে আটক করে ।

এ ব্যাপারে র‌্যাব কর্মকর্তা নাহিদ চাঁদপুর টাইমসকে জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে খারাপ ব্যবহার ও নির্বাচন আচরণ বিধি লঙ্গন করায় তাদেরকে আটক করা হয়েছে।

পরে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছির উদ্দিন সারোয়ার পারভিন বেগম তাদেরকে ১ হাজার টাকা জরিমানা করে এবং বাদশা পাটওয়ারী, ইলিয়াছ প্রধান কে মুচলেকা দিয়ে ছেড়ে দেয় ।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৭:০০ এএম, ২৮ মে ২০১৬, রোবার
ডিএইচ

Leave a Reply