Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বাজেট পেশ
লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বাজেট পেশ

লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বাজেট পেশ

চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট অধিবেশন বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৯ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

১ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৪শ ৮৩ টাকার বাজেট ঘোষণা করা হয়। একই সাথে ৫ম বার্ষিক পরিকল্পনা প্রণয়ন এবং স্ট্যাডি কমিটি গঠন করা হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো:সেলিম খানের সভাপতিত্বে ও সচিব মো: আলমগীর হোসেনের পরিচালনায় তা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মো. সেলিম খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলো তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়নের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে আন্তরিক হয়ে কাজ করছেন। তিনি ইউনিয়ন পর্যায় থেকে সে কাজ শুরু করেছেন। দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ আজ ডিজিটাল পদ্বতীর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এখন আর ইউনিযন পরিষদের মানুষকে দূর দুরান্তে গিয়ে সেবা গ্রহন করতে হয়না।

বাজেট আলোচনায় বক্তব্য রাখেন সংরক্ষিত ১ ওয়ার্ডের মহিলা মেম্বার নাছরিন বেগম, ২নং ওয়ার্ড মেম্বার মো. কাদির গাজি, ৯নং ওয়ার্ডের মো. সফিকৃল ইসলাম খান, মুক্তিযোদ্ধা রওশন আলী বেপারী, মৎস্যজীবী প্রতিনিধি খোকন রাড়ি, ছায়েদ আলী আখন্ধ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত ২ নং ওয়ার্ড মেম্বার ছালেহা বেগম, ৩ নং ওয়ার্ড মেম্বার হাজী মো: নান্নু শেখ, ৫ নং ওয়ার্ড মেম্বার মোস্তফা মিয়া কালু, ৮ নং ওয়ার্ড মেম্বার রুহুল আমিন তপাদার, কৃষি প্রতিনিধি শাহ আলম, নূরুল আলম, শিক্ষক প্রতিনিধি মোরশেদ আলম , সুকুমার রায়, আনসার সদস্য কালুবেপারী, স্বাস্থ্য পরিদর্শক দিলিপ কুমার, দেলোয়ার জমাদারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি।

শরীফুল ইসলাম

: আপডেট, বাংলাদেশ সময় ৯:৩০ পিএম, ২৬ মে ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ