তরুণদের কাছে সব সময়ই স্বপ্নের কর্মস্থল বিমানবাহিনী। সম্মান, আকর্ষণীয় সুযোগ-সুবিধা এবং রোমাঞ্চকর ক্যারিয়ারের পাশাপাশি দেশসেবার সুযোগ পাওয়া যায় বলে বিমানবাহিনীতে চাকরির চাহিদা থাকে সব সময়ই শীর্ষে।
সম্প্রতি এমওডিসি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে এ সুযোগের দ্বার আবারও খুলে দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।
আবেদনের যোগ্যতা: পদটিতে শুধু অবিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে মাধ্যমিক বা সমমান পাস হতে হবে। প্রার্থীদের বয়স ৯ অক্টোবর-২০১৬ তারিখে ১৬ থেকে ২১ বছর হতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। এ ছাড়া দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ থাকবে। আবেদনের জন্য গ্রহণযোগ্য ওজন ৪৯.৯৪ কেজি।
বেতন ও ভাতা: প্রার্থীদের প্রশিক্ষণকালীন বেতন দেওয়া হবে আট হাজার ৮০০ টাকা। সঙ্গে বহন করা হবে খাদ্য, বাসস্থান, চিকিৎসার খরচ। প্রশিক্ষণ শেষে সৈনিক পদে স্থায়ীকরণের পর একই বেতনসহ বিভিন্ন ভাতা দেওয়া হবে। সঙ্গে থাকবে জাতিসংঘে মিশন, বাসস্থান, চিকিৎসা, রেশন এবং সন্তানদের অধ্যয়নসহ নানা সুবিধা।
ভর্তি প্রক্রিয়া: আবেদনকারীদের মাধ্যমিক বা সমমানের ইংরেজি ও বাংলা লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটি হবে মোট ৫০ নম্বরের। এ ছাড়া প্রার্থীদের ডাক্তারি ও মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে।
আবেদন প্রক্রিয়া: ১০০ টাকা আবেদন ফিসহ www.joinbangladeshairforce.mil.bd থেকে আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করা যাবে। বিজ্ঞাপনে উল্লেখিত তারিখগুলোতে বিভিন্ন জেলাভিত্তিক প্রার্থীরা ‘বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫’ ঠিকানায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর ওয়েবসাইটে (www.joinbangladeshairforce.mil.bd) ভিজিট করার আহবান জানিয়েছে কর্তৃপক্ষ।
চাঁদপুর টাইমস ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৩:৫৫ পিএম, ২২ মে ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur