চট্টগ্রাম ও বাগেরহাট উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। এর প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম ও চট্টগ্রাম আবহাওয়া অফিসের আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা আতিকুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম জানান, দুপুর ১টা ১০/১৫ মিনিটের দিকে বাগেরহাট উপকূলে আঘাত হানে ‘রোয়ানু’)।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ উপকূলে আঘাত হানে বলে জানিয়েছেন চট্টগ্রাম আবহাওয়া অফিসের আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা আতিকুর রহমান। (বাংলানিউজ)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১:০৫ পিএম, ২১ মে ২০১৬, শনিবার
ডিএইচ