চাঁদপুর শহরের নতুনবাজার এলাকার ৫ তলা ভবনের ফ্ল্যাটে চুরি ঘটনা ঘটেছে। রোববার (১৫ মে) বিকেলে ওই ভবনের বাড়ির ভাড়াটিয়া মো. মিজানুর রহমান খোকন দেওয়ানের বাসায় এ ঘটনা ঘটে।
মো. মিজানুর রহমান খোকন দেওয়ান জানায়, ওইদিন তার পরিবারের লোকজন মেয়ের বাড়িতে বেড়াতে যায়। বিকেলে তিনি ঘরের দরজায় তালা লাগিয়ে ব্যক্তিগত কাজে বাইরে যান। ফিরে এসে দেখেন দরজা ভাঙ্গা।
এ সময় চোর চক্রটি আলমারির তালা ভেঙ্গে নগদ প্রায় ১লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। তিনি সাথে সাথে বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করেছেন বলে জানিয়েছেন।
]আশিক বিন রহিম[/author]
: আপডেট বাংলাদেশ সময় ১০:১০ পিএম, ১৫ মে ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur