চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক মাসের ২১ দিনের কার্যক্রম অগ্নিবীণার সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান বুধবার (১১ মে) সন্ধ্যায় পরিবেশিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার শামসুন্নাহার।
তিনি বলেন, সাংস্কৃতিক মাসে জেলা শিল্পকলা একাডেমীতে প্রত্যেক সাংস্কৃতিক সংগঠন ভালো অনুষ্ঠান করেছে। তার মধ্যে অগ্নিবীণা আরো ভালো করেছে। যারা এখানে প্রতিদিন অনুষ্ঠান দেখে এখানকার পরিবেশ প্রানবন্ত করে তোলেন আপনাদের ধন্যবাদ জানাই।
জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সাংবাদিক শরীফ চৌধুরীর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ।
পরে অগ্নিবীণা প্রশিক্ষক শিপ্রা মজুমদার ও রাখী মুজমদারের পরিচালনায় সংগঠনের শিল্পীরা মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
শরীফুল ইসলাম [/author]
: আপডেট ৫:০০ এএম, ১২ মে ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ