সারাদেশে একযোগে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ভোকেশনাল পরীক্ষার ফলাফল ঘোষণা বুধবার (১১ মে) করা হয়েছে।
প্রকাশিত ফলাফলে কুমিল্লা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এবছর চাঁদপুরের শ্রেষ্ঠ ৩ প্রতিষ্ঠানের মধ্যে সেরা স্থান দখল করেছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ২য় হাসান আলী, ৩য় আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ।
মাতৃপীঠ বালিক উচ্চ বিদ্যালয় থেকে এবছর সর্বমোট ২শ’ ৯৭ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করার গৌরব অর্জন করেছে।
এতে জিপিএ ৫’ পেয়েছে ৬৯ জন। এর মধ্যে হিসাব বিজ্ঞানে ৬৪ ও মানবিক বিভাগে ৫ জন।
হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ২শ’ ৩৭জন, জিপিএ-৫ পেয়েছে ৮০জন। তাদের পাশের হার শকতার ৯৯.১৬৭%।
আল-আমিন একামডেমী স্কুল এন্ড কলেজের ৩টি শাখা থেকে ৪শ’ ৯৮জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৫জন, পাশের হার ৯৯.০০%।
আশিক বিন রহিম[/author]
: আপডেট ৯:৩৫ পিএম, ১১ মে ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur