সুন্দরী হতে চাও বোন, আমি টিপস দিচ্ছি, এ শিরোণামে শুক্রবার একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী।
এক্ষেত্রে তিনি মেয়েদের যেসব পরামর্শ দিয়েছেন, তা চাঁদপুর টাইমস পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো।
‘সুন্দরী হতে চাও বোন, আমি টিপস দিচ্ছি
১) ফজরের নামাজ আদায় কর।
২)ফজর,যোহর,আসর,মাগরীব ও এশার নামাজ আদায় কর।
.
ফজরের নামাজ পড়লে চেহারা এত সুন্দর হবে যে,ঐ সৌন্দর্য প্রতিদিন দামি পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা ফেসিয়াল করেও পাওয়া সম্ভব নয়।
.
পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে চেহারায় যে নূর আল্লাহ দিবেন, সেই পবিত্র নূরে চেহারা এত সুন্দর হবে যে,দামি দামি মেক-আপ আইটেম ব্যবহার করেও সেই সৌন্দর্যের কাছে যাওয়া সম্ভব নয়। আলহামদুলিল্লাহ!’
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur