চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহ্মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে ইউনিয়নের পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।
তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলকে ছোট করে দেখার সুযোগ নেই। বিএনপির রাজনীতিতে এ দলের অনেক অবদান রয়েছে। অবৈধ সরকার পতনের সকল আন্দোলন সংগ্রামে শাহমাহমুদপুর ইউনিয়নের নেকার্তীদের অনেক অবদান রয়েছে। যা কখনোই ভুলবার নয়। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী বাকশাল সরকার যখন প্রতিটা ইউনিয়নে ভোট ডাকাতি করে ভোট ছিঁনিয়ে নিয়ে যাচ্ছিল তখন এই ইউনিনকে আপনারা ভোট ডাকাতি থেকে রক্ষা করেছেন। এতে করে বিএনপি প্রার্থী এখান থেকে নির্বাচিত হয়েছে। এ জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, জেলা প্রতিটি উপজেলায় স্বেচ্ছাসেবক দলের কমিটি রয়েছে। স্বেচ্ছাসেবক দলকে সব সময় সহযোগিতা করার জন্য তিনি ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী ঢালী।
উদ্বোধকের বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোলায়মান ঢালী। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাকের খানের সভাপতিত্বে এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোশারফ হোসেন ক্বারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. খোকন মিয়াজি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লেয়াকত হোসেন গাজি, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের খোকা, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু, ফখরুল আমিন সুমন, জাহাঙ্গীর খান, ইউনিয়ন যুবদলের সভাপতি মজিবুর রহমান খান।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ রশিদ মাস্টার, সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা হাসেম, মেহেদী, ৫ নং ওয়ার্ড বিএমপির সভাপতি কামাল মিজি, সাধারণ সম্পাদক মহসিন তপাতদার, ৬ নং ওয়ার্ড সভাপতি শফিক কবিরাজ, সাধারণ সম্পাদক হেলাল খান, আরিফ তালুকদার, যুবদল নেতা মমিন পাটোয়ারী, জহির বেপারী, লোকমান খানসহ অন্যান্যরা।
: আপডেট ৩:০২ এএম, ৩০ এপ্রিল ২০১৬, শনিবার
ডিএইচ