Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে পুড়ে যাওয়া পাটের গুদাম পরিদর্শনে পৌর মেয়র 
হাজীগঞ্জে পুড়ে যাওয়া পাটের গুদাম পরিদর্শনে পৌর মেয়র 

হাজীগঞ্জে পুড়ে যাওয়া পাটের গুদাম পরিদর্শনে পৌর মেয়র 

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র মাহবুব-উল আলম লিপন টোরাগড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর  পুড়ে যাওয়া পাটের গুদামগুলো বুধবার সকাল ১১টায় পরিদর্শন করেন।

গুদামগুলো পরিদর্শন শেষে সমিতির নেতৃবৃন্দকে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিতভাবে বিষয়টি অবহিত করার পরামর্শ দেন এবং দায়িত্ব পাওয়ার পর এ বিষয়ে সহযোগিতার কথা বলেন।

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারী সোমবার রাতে টোরগড় ক্ষুদ্র ব্যবসায়ীদের গুদাম ঘর ও বিতরে থাকা হাজার হাজার মন পাট পুড়ে যায়। যার ক্ষয়ক্ষতির পরিমান ২ কোটি টাকা বলে দাবি করছেন ব্যবসায়ীমহল।

এ বিষয়ে টোরাগড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি.এর সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক কবির হোসেন মজুমদার বলেন, ‘আমাদের পাটের গোডাউনে আগুন লাগাটা পরিকল্পিত মনে হচ্ছে। বর্তমানে এ ক্ষতি সামাল দিতে বড় হিমশিম অবস্থায় আছি। সরকারিভাবে অনুদান প্রয়োজন।
জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট

।। আপডেট : ০৭:১৩ পিএম, ০৬ জানুয়ারি ২০১৫, বুধবার
ডিএইচ