Home / ফিচার / গল্প নয়, সত্যি : ‘আমার সন্তানের মতো হইও না’
গল্প নয়, সত্যি : ‘আমার সন্তানের মতো হইও না’

গল্প নয়, সত্যি : ‘আমার সন্তানের মতো হইও না’

বনানী জামে মসজিদে আজ (১১ এপ্রিল ২০১৬, সোমবার) এশার নামাজ পড়ে এক নাম্বার সারতে ওজুখানায় যেতেই চোখে পড়ে চাচাকে। শুকনো একটা রুটি খাইতেছিল, কেমন যেনো মনে হলো কাছে গিয়ে বসলাম সালাম দিয়ে।
প্রথমে মতলববাজ ভেবেছিল বোধ হয়। পরে সহজ হলেন।

আমি বলে ওঠলাম,
– চাচা রাত ১০টা এখন শুকনো রুটি খাচ্ছেন কেনো?
– ভাত পাবো কই?
– কেনো বাসা নাই?
– না
– কি করেন?
– ভিক্ষা করি।
– আপনার ছেলে মেয়ে নাই?
– তিন ছেলে এক মেয়ে
– চাচি কই?
– মারা গেছে বাবা।
– আপনার সন্তানরা খবর নেয় না আপনার?
– না।
– কি ভাবে দিন যাচ্ছে?
– মসজিদে গোসল করি আর বনানী বাজারে রাতে শুইয়া থাকি। ফাঁকে ফাঁকে ভিক্ষা করি। টাকা থাকলে দূপুরে একবেলা ভাত খাই। নাইলে এমন রুটি খাইয়া দিন যায়। ছেলে মেয়ে জন্ম দিছি কিন্তু কবর নেয় না।
চাচার কথা শোনে শুধু অবাক্ হলাম না বরং যেনো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল।
পৃথিবীতে কেমন নরপিচাশ জন্ম নেয় যারা জন্মদাতার খবর নেয় না!

চাচাকে পরে বললাম। আমি কিছু দিবো। টাকা লাগবে।
– টাকাতো লাগেই বাবা আপনি কি করেন?
– পড়ালেখা করি।
চাচা টাকা নিতে একটু ভাবলেন যেনো। তবুও ৫টাকা দিলাম। তিনি খুশি হলেন। আমাকে সাহস করে একটা কথা বললেন, বাবা পড়ালেখা করো। আর যাই হও আমার সন্তানদের মত হইও না।

চাচার কথা ভালো লাগলো। খুব কষ্ট লাগলো তার নিষ্ঠুর সন্তানদের কথা শুনে।

নরপিচাশন্যায় সন্তানদের আল্লাহ মানুষ করুন। প্রতিজন বাবা মা চিরসবুজ ও মহান হোক। আমিন।

]হাসান সাইদুল [/author]

 

||আপডেট: ১০:১২  অপরাহ্ন, ১১ এপ্রিল ২০১৬, সোমবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Leave a Reply