Home / কৃষি ও গবাদি / ‘মরার আগে শেষ ভোটটা শেখ সাবের নৌকায়’
‘মরার আগে শেষ ভোটটা শেখ সাবের নৌকায়’

‘মরার আগে শেষ ভোটটা শেখ সাবের নৌকায়’

‘মরার আগে শেষ ভোটটা ‘শেখ সাবের নৌকায় দিলাম।’ আর হয়তো ভোট দিতে পারবো না। ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় কাঁপা কন্ঠে কথাগুলো বলছিলেন শতবর্ষী মধুমিতা বিশ্বাস।

তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মধু বিশ্বাসের স্ত্রী।

গত বৃহস্পতিবার (৩১মার্চ) বেলা ২টা ৪০ মিনিটে দেবরের ছেলে মিন্টু বিশ্বাসের কোলে চড়ে ভোট দিতে আসেন তিনি।

মধুমিতা বিশ্বাসকে যখন কেন্দ্রে আনা হয়, তখন তার শ্বাসকষ্ট বেড়ে যায়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা বাড়ি থেকে ইনহেলার (শ্বাস কস্টে ব্যবহৃত স্প্রে) নিয়ে আসেন। ইনহেলার ব্যবহারের পর কিছুটা সুস্থবোধ করলে তাকে ভোট কক্ষে নিয়ে যাওয়া হয়।

কর্তব্যরত পুলিং অফিসার তাকে জিজ্ঞেস করেন কোন মার্কায় ভোট দেবেন। তখন পুলিং অফিসারকে শেখ সাবের নৌকায় ভোট দিতে বলেন। নির্বাচনী কর্মকর্তার সহায়তায় তিনি প্রকাশ্যে নৌকা মার্কায় ভোট দেন।

তাকে কোলে করে নিয়ে আসা মিন্টু বিশ্বাস বলেন, কাকা মারা গেছেন অনেক আগেই। তার কাকীর বয়স ১১০। তিনি ভোট দিতে আগ্রহ প্রকাশ করে বলেন, জীবনের শেষ ভোটটা দিয়ে যাই। আর হয়তো এ জীবনে ভোট পাবো না।

এ কথা বলার পর নিজেই তাকে কোলে করে নিয়ে আসি- বলেন মিন্টু বিশ্বাস। (বাংলানিউজ)
: আপডেট ৯:০৬ পিএম, ২ মার্চ ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply