Home / উপজেলা সংবাদ / ‘মেম্বারগরে ১০০ কইরা ভোট দিছি’
‘মেম্বারগরে ১০০ কইরা ভোট দিছি’

‘মেম্বারগরে ১০০ কইরা ভোট দিছি’

‘আমি কোনো মেম্বাররে ঠগাই নাই, চেয়ারম্যান ঠিক রাইখা মেম্বরগরে হমান (সমান) কইরা দিছি, বেক (সব) মেম্বরেরে ভোট দিছি পুরা ১শ’ কইরা’।

বৃহস্পতিবার চাঁদপুর সদর-হাইমচর ১৮ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডি ইউনিয়নে আনন্দবাজার এলাকায় নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গেলে ওই ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ছবি সংবলিত কার্ড ঝুলিয়ে ভ্রাম্যমাণ একটি বুথ থেকে বেরিয়ে এসে সাহসের সাথে বলতে থাকেন এক এজেন্ট।

তার কথার ধরণে আঁচ করা যায়, এ ব্যক্তি পুরো এক মুড়ি ব্যালট পেপার সীল মেরেছে।

এসময় তার নাম জানতে চাইলে, প্রশ্নকারী সাংবাদিক- এ বিষয়টি অনুধাবন করতে পেরে নাম না বলে অনেকটা এড়িয়ে চলে যায়।

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]আশিক বিন রহিম[/author]

:  আপডেট ৪:২৭ পিএম, ৩১ মার্চ ২০১৬, বৃহস্পতিবার

ডিএইচ/এমআরআর