চাঁদপুরে ধারণকৃত এসএ টিভির অনুষ্ঠান ‘চা এর কাপে ঝড়’ আজ রোববার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টায় । প্রচারিত হবে। এস এ টিভিতে তৃণমূল মানুষের মতামত নিয়ে প্রচারিত অনুষ্ঠানটিতে চাঁদপুর টাইমস সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
মেঘনা নদীর পাড় চাঁদপুর সদরের বহরিয়া এলাকায় ধারণকৃত এ পর্বটি প্রচারিত হবে আজ।
এস এ টিভির চা এর কাপে ঝড় অনুষ্ঠানের প্রজয়োজক আরেফিন সেতু এবং উপস্থাপক প্লাবন রহমানের নেতৃত্বে অভিজ্ঞ একটি টিম গত ১৪,১৫ এবং ১৬ মার্চ চাঁদপুরে অবস্থান করে দুটি পর্বের অনুষ্ঠান ধারণ করেন । চাঁদপুর সদরের বহরিয়া এলাকায় ধারণকৃত অনুষ্ঠানটি আজ প্রচারিত হবে ।
অনুষ্ঠানটির প্ররিকল্পনায় রয়েছেন দক্ষ নির্মাতা তৌফিক শান্ত আর সার্বিক তত্বাবধানে রয়েছেন সাংবাদিক ওহায়িদ মিল্টন ।
দেশের সমসাময়িক বিষয় নিয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা চায়ের স্টলে বসে যে আলোচনার ঝড় তুলে তারই প্রকৃত রূপ তুলে আনা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানটি পুণ: প্রচারিত হবে সোমবার বিকেল ৪টায় । এতে অংশ নিয়েছেন চাঁদপুর টাইমস সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম কাজি জুয়েল, লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলল মোহাম্মদ অালী মাঝি, ফরিদগঞ্জের মজিবুর রহমান ফরহাদ।
অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে আমন্ত্রন জানিয়েছেন এস এ টিভির চাঁদপুর প্রতিনিধি সাংবাদিক জি এম শাহীন।
: আপডেট ০১:৩৯ পিএম, ২৭ মার্চ ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur