চাঁদপুর প্রেসক্লাব মাঠে ২৩ মার্চ বুধবার সকাল ১১টায় ম্যাসব্যাপী বৈশাখী আনন্দ মেলার শুভ উদ্বোধন হয়েছে।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল।
নিউ নবরূপা টেক্সটাইলের আয়োজনে মেলার উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইলশেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক বি এম হান্নান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সভাপতি শাহ মো. মাকসুদুল আলম, রহিম বাদশা, চাঁদপুর টেলিভিশন সংবাদিক ফোরামের সধারণ সম্পাদক জিএম শাহীন, নবরূপা টেক্সটাইলের প্রতিনিধি ও মেলার পরিচালক মো. মাসুদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নবরূপা টেক্সটাইলের প্রতিনিধি ও মেলার পরিচালক মো. মাসুদ জানান, এবারের ম্যাসব্যাপী বৈশাখী আনন্দ মেলায় প্রেসক্লাব মাঠ ও প্রেসক্লাবের নিচতলায় সর্বমোট ৩০টির মতো দোকান করা হয়েছে।
তিনি আরো জানান, মেলা একমাস চলবে।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]আশিক বিন রহিম[/author]
||আপডেট: ০৯:০৫ অপরাহ্ন, ২৩ মার্চ ২০১৬, বুধবার
চাঁদপুর টাইমস /এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur