বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় শনিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশী দুই গুরুত্বপূর্ণ বোলার। বোলার দু’জন হলেন, পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। এরমধ্যে সানির ব্যাপারে তেমন কিছু শোনা না গেলেও, তাসকিনের নিষেধাজ্ঞা তুলতে জোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনই তথ্য দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
রোববার দুপুরে গুলশানে নিজ বাড়িতে তিনি সাংবাদিকদের জানান, আইসিসির রিপোর্টের প্রেক্ষিতে তাসকিনকে খেলানো যায় কিনা সে বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এমনকি সে ব্যাপারে আইসিসির সাথে প্রাথমিকভাবে কথাও বলেছেন তিনি।
পাপন বলেন, ‘আইসিসির রিপোর্টে বলা আছে তাসকিনের কিছু কিছু অ্যাকশনে সমস্যা রয়েছে। তার স্টক ডেলিভারি ও ইয়র্কারে কোনও সমস্যা নেই। তাই আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে তাসকিনের সমস্যা নেই। নির্দিষ্ট কিছু ডেলিভারি না দিলেই হলো। এ ব্যাপারে আমরা আইসিসির কাছে আনুষ্ঠানিক আবেদন করবো।’
তাসকিনকে খেলানোর ব্যাপারে বিসিবি জোর চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। সকল সম্ভব্যতা যাচাইয়ে ইতিমধ্যে তারা কাজও শুরু করে দিয়েছেন। এছাড়া আইসিসি বিষয়টি পুনর্বিবেচনাও করবে তিনি মনে করেন।
তিনি বলেন, ‘আমাদের একটি টেকনিক্যাল কমিটি তাসকিনের ব্যাপারে কাজ করছে। তারা সব কাগজপত্র গুছিয়ে আইসিসির কাছে সেগুলো জমা দিবে। আমার বিশ্বাস আইসিসি তাসকিনের ব্যাপারটি পুনর্বিবেচনা করবে।’
এছাড়া ক্রিকেটের কুটনৈতিক আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিসিবি চেষ্টা করছে এর বাইরে কূটনৈতিক প্রক্রিয়ায় কিছু করা যায় কি না। এ জন্যই মনোহরদের ফোন দেওয়া। দেখা যাক, বিসিবি কত দূর কী করতে পারে।’
এদিকে এই বিষয়টি মাথায় রেখে দেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং অ্যাকশন সমস্যা সমাধানে বিসিবির উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘অতি দ্রুত বিসিবি এই ব্যাপারে একটি কমিটি করবে এবং এই কমিটি সক্রিয়ভাবে ঘরোয়া ক্রিকেটে সব বোলারদের অ্যাকশন পর্যালোচনা করবে।’
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক ||আপডেট: ০৬:০৭ অপরাহ্ন, ২০ মার্চ ২০১৬, রোববার
এমআরআর