চাঁদপুরের হাজীগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে মঙ্গলবার দুই যুবকের ৭ দিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত।
উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও পালের বাড়ি থেকে হাজীগঞ্জ থানার এস.আই বিপ্লব সিংহ সঙ্গী ফোর্স দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত যুবকরা হলেন গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও গ্রামের মজিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম তুষার (১৮) ও একই ইউনিয়নের হোটনী গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. রায়হান হোসেন (১৮)।
পুলিশ জানায়, দেশগাঁও পালের বাড়ির জাকির হোসেনের মেয়ে দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির পড়–য়া ছাত্রী (১৫) কে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রতিনিয়ত ইভটিজিং করতো।
পরে ওই ছাত্রী বাধ্য হয়ে দু’যুবকের নাম উল্লেখ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট লিখিত আবেদন করেন। বুধবার সকালে পুনরায় রায়হান ও তুষার মেয়েটিকে বিদ্যালয়ে আসার পথে পথ অবরুদ্ধ করলে স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।
অভিযুক্ত তুষার জানায়, কয়েক বছর পূর্বে ওই মেয়ের সাথে তার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। তুষার কাজের সন্ধানে চট্টগ্রাম যাওয়ায় দীর্ঘ কয়েক মাস মেয়েটির সাথে তার যোগাযোগ প্রায় বন্ধ ছিলো। ছুটিতে বাড়িতে বেড়াতে আসলে মেয়েটি তাকে ফোন করে ডেকে নেয়। কোন কিছু বুঝে ওঠার আগে তাদের স্থানীয়রা তাদের মারধর করে মেয়েদের ঘরের একটি কক্ষে আবদ্ধ করে রাখে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রিট শেখ মুর্শিদুল ইসলাম।
: আপডেট ১১:৫৫ পিএম, ১৬ মার্চ ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur