বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে আলফা এঙ্করেজের উত্তরে গ্রেট সিনারি নামের একটি বিদেশি জাহাজের ধাক্কায় খান সন্স-১ নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। জাহাজটির ১১ জন নাবিকের পাঁচজনকে উদ্ধার করা গেলেও ছয়জন এখনো নিখোঁজ।
সোমবার রাত সোয়া ১০টার দিকে বহির্নোঙ্গরে অ্যালফা অ্যাঙ্করেজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম।
তিনি বলেন, বহির্নোঙ্গরে ‘সেইন্টি ভ্যালিয়েন্ট’ এবং ‘গ্রেট সিনারি’ নামে দুইটি মাদার ভেসেলের সংঘর্ষে ‘খান সন্স-ওয়ান’ নামের ওই লাইটারেজ জাহাজ ডুবে যায়। তিনি আরও বলেন, সিমেন্ট ক্লিঙ্কার নিয়ে আসা ‘সেইন্টি ভ্যালিয়েন্ট’ নামে একটি মাদার ভেচেল আলফা এঙ্করেজের উত্তরে নোঙ্গর করে। ওই জাহাজ থেকে খান সন্স-১ নামে একটি লাইটারেজ জাহাজ সিমেন্ট ক্লিঙ্কার খালাস করছিলো। ওই সময় গ্রেট সিনারি নামক আরেকটি মাদার ভেচেল সাথে লাইটারেজ জাহাজটির ধাক্কা লাগলে সেটি ডুবে যায়।
এতে লাইটারেজ জাহাজের ৫জন নাবিককে জীবিত উদ্ধার করা হলেও অন্তত ৬ জন নিখোঁজ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে বন্দর থেকে একটি উদ্ধারকারী টাগবোট ও কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে রয়েছে।
নিউজ ডেস্ক : আপডেট ৫:০০ এএম, ৮ মার্চ ২০১৬, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur