আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চাঁদপুর জেলায় বইছে নির্বাচনি হাওয়া। এই প্রথমবারের মতো দলীয় প্রতিকে নির্বাচন হওয়ায় এবারের নির্বাচনে সৃষ্টি হয়েছে বাড়তি উত্তেজনা।
১লা মার্চ মঙ্গলবার আওয়ামীলীগ-বিএনপির সমর্থিত প্রার্থীদের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মনোয়ন পত্র দাখিল করেছে একাধিক চেয়ারম্যান প্রার্থী। আজ ২ মার্চ মনোনয়ন জমা দেয়ার শেষ দিন।
আজ সকাল ৯টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত চাঁদপুর জেলা নির্বাচন অফিস ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের পদচারণায় মুখর হয়ে উঠে।
এদিকে এ কয়েকদিন থেমে ছিলো না ইউপি সদস্যদের মনোনয়ন পত্র সংগ্রহ।
এসময় প্রার্থীরা তাদের ভোটার ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এদিকে আজ অনেক প্রার্থীকেই মনোনয়ন পত্র দাখিল করতে দেখা গেছে। আজ সকাল থেকে মনোনয়ন পত্র দাখিল করেন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ রাজ্জাক চোকদার, ১নং বিষ্ণপুর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. শামীম খাঁন, ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে সাবেক মেম্বার মরহুম ইয়াকুব গাজীর ছেলে মাসুদ পারভেজ রণি প্রমুখ।