চাঁদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক ২টি অভিযানে ৫ কেজি গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ ২ যুবকে আটক করো হয়েছে।
আটককৃতদের একজন শহরের বিষ্ণুদী এলাকার আব্দুস সাত্তারের ছেলে বিল্লাল মাঝি (২৫)। অপরজন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার মুগোজী গ্রামের আব্দুল ওয়াদুদ ভূইয়ার ছেলে সোহেল (২০)।
তাদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকবিরোধী আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করে পুলিশ।
গোয়েন্দা পুলিশ জানায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক খন্দকার ইসমাইল ও উপ-পরিদর্শক মোহাতার সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বিষ্ণুদি এলাকার আক্তার মাঝির বিলে অভিযান চালিয়ে বিল্লাল মাঝিকে ২৫ পিস ইয়াবাসহ আটক করে। বিল্লাল মাদক ব্যবসায়ী সবুজ মাঝির হয়ে মাদক বিক্রি করতো।’
একই দিন আরেকটি অভিযানে খাজুরিয়ায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বোগদাদ বাসে তল্লাসি চালিয়ে ৫ কেজি গাঁজাসহ সোহেলকে আটক করে। আটককৃত সোহেল কুমিল্লা সীমান্ত এলাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে মাদক নিয়ে আসছিল।
অভিযানে নেতৃত্বদানকারী উপ-পরিদর্শক খন্দকার ইসমাইল বলেন,‘মাদকের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। পুলিশ সুপার সামসুন্নাাহারের নির্দেশে আমরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছি। চাঁদপুর শহরকে সারা দেশের মধ্যে একটি মাদকমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও আমাদের মাদক বিরোধী অভিযানের ধারা অব্যাহত থাকবে।’
আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
: আপডেট ৯:৩২ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur