চাঁদপুর জেলা আইসিটির কমিটির সভা রোববার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফর রহমান বলেন, সরকার আইসিটির উপর ব্যপক হারে প্রদক্ষেপ গ্রহন করেছে। দেশের অন্য জেলার চেয়ে আইসিটি শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে। আইসিটির উপর সকলকে কাজ করার জন্য এগিয়ে আসতে হবে।
এসময় বক্তব্য রাখেন, চাঁদপুর মহিলা কলেজের অধ্যক্ষ এমএ মতিন মিয়া, জেলা তথ্য অফিসার মো. নুরুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামছুজ্জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur