স্বামী চেয়েছিলেন, কিন্তু স্ত্রী তাতে ‘না’ করেন। আর এতেই ঘটে গেল মর্মান্তিক ও বর্বর এক ঘটনা। গভীর রাতেই ঘর থেকে বের করে আড়াই মাস বয়সী শিশুকে জ্যান্ত কবর দেন পুরুষটি!
এমন অভিযোগ করেছেন ওই লোকের স্ত্রী সীমা গন্ড (১৯)। আর ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ের দুর্গ জেলা শহরের কাছে বেলদাপাড়ায়। গত সোমবার রাতে ঘটনাটি ঘটে। তবে থানায় এজাহার দায়েরের পর তা জানাজানি হয়।
শিশুটির মা সীমা স্থানীয় থানায় স্বামী রাকেশ গন্ডের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। দুর্গ জেলার পুলিশ সুপার এ এন উপাধ্যায় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলকে বলেন, সীমার স্বামী রাকেশ সোমবার রাত দেড়টার দিকে মদ্যপ অবস্থায় ঘরে ফেরেন। ঘরে ঢুকেই তিনি স্ত্রীর সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করতে চান। সীমা তখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন বলে না করায় রাকেশ ক্ষেপে যান। এরপর বাচ্চাকে তাঁর কোল থেকে কেড়ে নিয়ে বাইরে যান এবং ঘরের কাছেই একটি স্থানে জ্যান্ত পুতে ফেলেন।
এজাহারে বলা হয়েছে, জ্যান্ত পুঁতে ফেলার পর রাকেশ তার স্ত্রীকে সেখানে নিয়ে গিয়ে স্থানটি দেখান।
এর ১২ ঘণ্টা পর থানায় এজাহার দায়ের করেন সীমা। পুলিশ সুপার বলেন, বাচ্চার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাকেশ ঘটনার পর থেকে পলাতক।
নিউজ ডেস্ক ।। আপডেট : ০৪:৩০ পিএম, ০১ জানুয়ারি ২০১৫, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur